দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সার্ভিস গুগল পে। এ সেবাটি চালু হচ্ছে সিটি ব্যাংকের সহযোগিতায়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এনএফসি (NFC) সমর্থিত স্মার্টফোনে মাস্টারকার্ড বা ভিসা কার্ড সংযুক্ত করে কনট্যাক্টলেস পেমেন্ট করতে পারবেন।
গুগল পে কীভাবে কাজ করে?
গুগল পে একটি আধুনিক কনট্যাক্টলেস পেমেন্ট প্রযুক্তি, যেখানে কার্ডের তথ্য ফোনে সংরক্ষিত থাকে। ফলে POS মেশিনে ফোন ট্যাপ করলেই লেনদেন সম্পন্ন হয়। এতে পিন, কার্ড সোয়াইপ বা ক্যাশ ব্যবহারের প্রয়োজন হয় না।
সুবিধাসমূহ:
- ভিজিক্যাল কার্ড ছাড়াই কেনাকাটা, রেস্টুরেন্ট বিল পরিশোধ ও পরিবহন ব্যয় পরিশোধ সম্ভব
- প্রতিটি লেনদেন টোকেনাইজেশনের মাধ্যমে নিরাপদভাবে সম্পন্ন হয়
- ইউজাররা একাধিক কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে ব্যবস্থাপনা করতে পারবেন
- আন্তর্জাতিকভাবে গুগল পে সমর্থিত দোকানেও ব্যবহার করা যাবে
কে ব্যবহার করতে পারবেন?
এনএফসি সমর্থিত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা, যাদের সিটি ব্যাংক ইস্যুকৃত মাস্টারকার্ড বা ভিসা কার্ড রয়েছে, তারাই গুগল ওয়ালেট অ্যাপে কার্ড যুক্ত করে এই সুবিধা উপভোগ করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, গুগল পে চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ক্যাশলেস অর্থনীতির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। এ উদ্যোগ ডিজিটাল পেমেন্ট সংস্কৃতি আরও জনপ্রিয় করে তুলবে।