বাল্যবিয়ে করার অপরাধে নতুন জামাইকে জরিমানা

বাসাইল সংবাদদাতা : বাল্যবিয়ের অপরাধে আসাদুল ইসলাম (২২) নামের এক নতুন জামাইকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা সুন্যা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেছেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না।

অর্থদণ্ডপ্রাপ্ত নতুন জামাই আসাদুল ইসলাম জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পশ্চিমপাড়া গ্রামের সবুর মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সামরিয়া আক্তারের (১৪) সঙ্গে গত রবিবার (৮ নভেম্বার) জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকার পাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে সৌদি প্রবাসী আসাদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়।

পরেরদিন সোমবার বিয়ের ফিরানি আসে নবদম্পতি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ওই বাড়িতে হাজির হন।

এ সময় বর আসাদুলকে আটক করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেয়া হয়।

সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্না বলেন, অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ে হয়েছে এমন খবরে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

পরে সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। সেখান থেকে বরকে আটক করা হয়।

এরপর তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার