বাসাইলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য বিষয় ‘নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি’

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাসাইল থানার উদ্যোগে বাসাইল পৌরসভা কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার আব্দুল মতিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ, কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল, বাবুল আহম্মেদ, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।

এছাড়া বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া উপস্থিত ছিলেন।

এসময় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সম্পাদনা – অলক কুমার