টাঙ্গাইলের বাসাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম, ফার্মাসিস্ট মোরশেদা খানম, জাহানারা আক্তারসহ অন্যান্য কর্মীরা।
তারা জানান, দীর্ঘদিন ধরে গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও তা পূরণ না হওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এসময় বক্তারা আরও জানান, আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস (কমপ্লিট শাটডাউন) কর্মসূচি পালন করা হবে।











