কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর মহাসড়কের কালিহাতীর চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি বাস বিপরীত দিকে থেকে আসা একটি মালবাহী ট্রাক এবং সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয়।
আরো পড়ুন – টাঙ্গাইলে নৌকার সমর্থকদের ওপর গুলির ঘটনায় জড়িত দুজন ঢাকায় গ্রেপ্তার: র্যাব
এ সময় ৪ জন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা এসে আহত যাত্রীদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালখোল গ্রামের বাসিন্দা হিরামুন বেগম (৮০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ি গ্রামের সোহেল রানার ছেলে আব্দুল্লাহ (১৩)।
এছাড়া হাছনা (৩৫) ও সিএনজিচালক রবিউলকে (৩৫) গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
আরো পড়ুন – প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, প্রচারে বাঁধা, মিথ্যা মামলা ও ভাংচুরের অভিযোগ
এ ঘটনায় আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।