নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন সইরাতুল নামক এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই আহত হয় মোটরসাইকেল চালক ও তার সাথে থাকা একজন আরোহী।
এরপর মোটরসাইকেল চালকের গুরুতর অবস্থায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে মারা যান তিনি।
আরো পড়ুন – সখীপুরে সাংবাদিকের উপর হামলাকারী আ’লীগ নেতা কারাগারে
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বাসটি সইরাতুল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সেখান থেকে আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করা হয়।
পরে গুরুতর আহত একজনকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।