ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল ও নতুন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) গঠনের এক দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বুধবার (৯ জুলাই) সকাল ১১টা থেকে কলেজের সামনে রহমতপুর বাইপাস মোড়ে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি শুরু হয়। দুপুর সোয়া ২টা পর্যন্ত অবরোধ চলাকালে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
শিক্ষার্থীরা জানিয়েছেন, কলেজের নানা সমস্যার সমাধান ও অধিভুক্তি বাতিলের দাবিতে তারা দুই মাস ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন।
কোতোয়ালী থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারে বোঝানোর চেষ্টা চলছে।