চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের বিক্রয়কর্মী রুহুল আমিনকে হত্যা করার ঘটনায় দায় স্বীকার করেছে দীর্ঘদিনের ডাকাত রবিন (রফিকুল ইসলাম)। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম নিশ্চিত করেছেন, রবিন আদালতে ঘটনার বর্ণনা সাবলিলভাবে দিয়েছে এবং পরে জেল হাজতে পাঠানো হয়েছে।
রবিন স্বীকার করেছে, ১১ নভেম্বর রাতে রুস্তমপুর এলাকায় সে ও তার সহযোগী পারভেজ রুহুল আমিনকে পথরোধ করে নগদ টাকা ছিনতাই করছিল। রুহুল আমিন সহায়তার জন্য চিৎকার করলে রবিন তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পালিয়ে যায়।
রবিনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে, যার মধ্যে অধিকাংশই ডাকাতি ও হত্যাসহ ফৌজদারি অপরাধ। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের সন্তান।
রুহুল আমিন ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালি গ্রামের মিজি বাড়ির সন্তান এবং সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি ছিলেন। হত্যাকাণ্ডের পর রবিনকে ১৮ নভেম্বর নারায়ণগঞ্জ থেকে র্যাব-১১ গ্রেফতার করে।











