ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে ৩ টন ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বিজিবি’র অভিযানকালে জিরা পাচারে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা জিরা ঢাকা পাঠানোর উদ্দেশ্যে আনা হয়েছিল। জিরা ও ট্রাকের মোট বাজারমূল্য প্রায় ৯৮ লাখ টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত জিরা বর্তমানে আখাউড়া কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। বিজিবি জানিয়েছে, চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।











