বিদেশি বড় ঋণ পেতে হলে পরামর্শক নিয়োগ অনিবার্য হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “যেকোনো বড় বিদেশি ঋণ নিতে হলে ছোট পরামর্শকের বোঝা ঘাড়ে নিতেই হবে। না হলে তারা ঋণ দিতে চায় না।”
রবিবার (২০ এপ্রিল) একনেক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সভায় ২৪ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে অন্যতম হলো চট্টগ্রাম বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৫২৫ কোটি টাকা। এর মধ্যে ৯ হাজার ৩৩৩ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর প্রকৃতপক্ষে নদীবন্দর। সমুদ্রবন্দরের সুবিধা নিশ্চিত করতে বে টার্মিনাল মেগাপ্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হবে। চারটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার একটি আজ অনুমোদিত হয়েছে এবং আরেকটি পিপিপি’র (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) আওতায় নেওয়া হবে।
এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে উপকারভোগী নির্বাচনে অনিয়ম হয়েছে বলেও মন্তব্য করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান, প্রায় ৫০ শতাংশ মানুষ প্রকৃতপক্ষে ভাতার যোগ্য নয়।
ব্রিফিংয়ে পরিকল্পনাসচিব ইকবাল আব্দুল্লাহ হারুনসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।