গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন রয়েছেন।
পুলিশ জানায়, বিভিন্ন ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। আরও যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ইতোমধ্যে ১০টি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতিরিক্ত মামলার প্রস্তুতিও চলছে।
উল্লেখ্য, গত সোমবার (৭ এপ্রিল) গাজার প্রতি সংহতি জানিয়ে আয়োজিত বিক্ষোভ-সমাবেশ চলাকালে বাটা, কেএফসি’র মতো বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।