নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক কাউন্সিলর খন্দকার রফিকুল আলম (৭৩) আর নেই।
তিনি রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেছেন।
তিনি টাঙ্গাইল পৌরসভার ১৭ নং ওয়ার্ডের রেজিস্ট্রি পাড়া এলাকার মৃত ডা. খন্দকার আব্দুল আলীর ছেলে।
তার পারিবারিক সূত্র জানায়, দীর্ঘ দিন যাবত তিনি হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন।
গত বুধবার ঢাকা গ্রীন লাইফ হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে ‘প্রেসমেকার’ যন্ত্র বসানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ আছর শহরের পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে তার নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
খন্দকার রফিকুল আলমের নামাজে জানাযা পড়ান তার ভাগিনা মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
নামাজে অংশ নেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মো. কায়সার।
এছাড়াও টাঙ্গাইলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল শ্রেণী-পেশার মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার