চলমান দলবদল মৌসুমে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে ব্যর্থতার পর নতুন কোচ জাভি আলনসোর অধীনে দলের রক্ষণভাগ ও মিডফিল্ড শক্তিশালী করতে উঠেপড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্টরা।
রক্ষণভাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নাম এখন রিয়ালের ট্রান্সফার লিস্টে— আর্সেনালের ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবা। দুর্দান্ত ফর্মে থাকা এই ডিফেন্ডারকে দলে টানতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়েছে আর্সেনাল। যে কোনো মূল্যে তাকে ধরে রাখতে চায় গানাররা।
সালিবার বিকল্প হিসেবে রিয়ালের নজরে রয়েছে লিভারপুলের ইব্রাহিম কোনাটে। যদিও লিভারপুল চায় ৫০ মিলিয়ন ইউরো, রিয়াল আপাতত রাজি সর্বোচ্চ ৩০ মিলিয়নে।
এদিকে মিডফিল্ডেও বড় ধরনের পরিবর্তন আনতে চায় লস ব্লাঙ্কোসরা। টনি ক্রুসের জায়গায় দলের নিয়ন্ত্রণ নেওয়ার মতো মিডফিল্ডার খুঁজছে কোচ জাভি আলনসো। সম্ভাব্য তালিকার শীর্ষে রয়েছে ম্যানসিটির রদ্রি, যার জন্য রিয়াল মাদ্রিদ ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে যাচ্ছে।
মিডফিল্ডে বিকল্প হিসেবে আরও রয়েছেন চেলসির এনজো ফার্নান্দেস, ইন্টারের নিকোলো বারেল্লা ও লিভারপুলের ম্যাক অ্যালিস্টার।
এদিকে রক্ষণভাগেও চলছে বড়সড় ঘাটতি। আলাবা, মিলিতাও ও রুডিগার ইনজুরিতে থাকায় বিশ্বকাপে বিপর্যয়ের মুখে পড়ে রিয়াল। সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে এবার বিশ্বমানের সেন্টার ব্যাক খুঁজছে তারা।
বোর্নমাউথ থেকে ইতোমধ্যে স্প্যানিশ তরুণ ডিন হুইসেনকে দলে নিয়েছে রিয়াল। তবে বাকি দুই জায়গা পূরণে আরও অন্তত একজন অভিজ্ঞ ডিফেন্ডার জরুরি বলে মনে করছে মাদ্রিদের ফুটবল বিশ্লেষকরা।