সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার এই বেতন কমিশনের আওতায় বেসরকারি খাতের চাকরিজীবীদের বেতন কাঠামোর প্রস্তাবনাও যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মহাসচিব মো. আলমগীর। তিনি জানিয়েছেন, এফবিসিসিআই বর্তমানে প্রস্তাব চূড়ান্ত করছে এবং খুব শিগগিরই তা বেতন কমিশনে জমা দেওয়া হবে। তার মতে, দেশে সর্বনিম্ন বেতন ২৫ থেকে ৩০ হাজার টাকা নির্ধারণ করা উচিত।
সম্প্রতি সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি ন্যায়সংগত ও কার্যকর বেতন কাঠামো তৈরির লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে অনলাইনে প্রাপ্ত চারটি প্রশ্নমালার মাধ্যমে জনগণের মতামত ও সুপারিশ যাচাই-বাছাই করা হচ্ছে।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার সুপারিশ করা হতে পারে।
এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর বলেন, “আমরা চাই সরকারি-বেসরকারি চাকরিজীবীদের মধ্যে বৈষম্য না থেকে মানবিক জীবনযাপনের উপযোগী বেতন কাঠামো নির্ধারণ হোক। এতে দুর্নীতি কমবে ও কর্মপরিবেশ হবে স্বচ্ছ।”











