বাংলা নববর্ষ উদযাপন হবে সকল জাতি ও গোষ্ঠীর অংশগ্রহণে— এমন মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “এবারের উৎসব হবে সবার জন্য, সবার অংশগ্রহণে।”
তিনি জানান, এবারের মঙ্গল শোভাযাত্রায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানাতে বিশেষ আয়োজন থাকবে ব্যান্ড শিল্পীদের সংগঠন বামবা’র পক্ষ থেকে। মিউজিশিয়ানরা ফিলিস্তিনের পতাকা নিয়ে অংশ নিতে পারবেন।
ফারুকী বলেন, বাঙালিদের পাশাপাশি পাহাড় ও সমতলের ২৭টি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব পোশাক ও সাংস্কৃতিক উপাদান নিয়ে উৎসবে অংশ নেবে। চৈত্র সংক্রান্তিতে দেশের ১২টি জেলায় হবে সাধুসঙ্গ, বরাবরের মতো থাকবে ছায়ানটের আয়োজনও।
তিনি আরও বলেন, এবার শোভাযাত্রায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্য থাকবে না। ইসলামী দলগুলোর পক্ষ থেকেও কোনো আপত্তি নেই বলেও জানান উপদেষ্টা।