বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় টাঙ্গাইলে প্রথম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হয় কলেজ ছাত্র ইমন।
সেই হত্যা মামলায় টাঙ্গাইলের মির্জাপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া।
বাদশা মিয়া ওই ইউনিয়নের ডোকলাহাটী গ্রামের হাকিম মিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
আরো পড়ুন – ছাত্ররা চাঁদাবাজির অভিযোগ আনলো ইউএনও’র বিরুদ্ধে
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে থানার পাশের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যায় দায়েরকৃত মামলায় এটিই প্রথম গ্রেপ্তার
জানা যায়, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয় কলেজ ছাত্র ইমন (১৮)।
এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। পরে নিহতের ভাই সুমন গত ২২ আগস্ট ১৫৭ জনের নাম উল্লেখ করে ৪০০/৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় ১০০ নম্বর আসামি বাদশা মিয়া।
নিহত ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন মণ্ডল বাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে।
তিনি অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয়েছিল।
এ মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ছাড়াও সাবেক সাত সংসদ সদস্যকে আসামি করা হয়েছে।
তা ছাড়া টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মির্জাপুরের পাঁচজন ইউপি চেয়ারম্যানসহ আরো ১৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
আরো পড়ুন – টাঙ্গাইলে চাঁদা না দেয়ায় শিল্পপতির বাসায় হামলা
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে রিমান্ড আবেদন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।