ব্রণের সমস্যায় অদ্ভুত সমাধান

সকল ঘরোয়া প্রাকৃতিক পদ্ধতি ব্রণের ব্যথা, আকার ও ক্ষত সারাতে সহায়তা করে।

ত্বক-বিষয়ক একটি ওয়েবসাইট প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ব্রণ সমস্যার ঘরোয়া সমাধান সম্পর্কে জানানো হল।

টুথপেস্ট: ত্বকে ব্রণ দেখা দিলে তার ওপরে সামান্য টুথপেস্ট মেখে রেখে দিন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। ব্রন কমে যাবে।

বেইকিং সোডা: ব্রণ প্রবণ ত্বক পরিষ্কার করতে বেইকিং সোডা ভালো কাজ করে।

ফেইস ওয়াসের সঙ্গে আধা চা-চামচ বেইকিং সোডা মিশিয়ে মুখ ও শরীরে মালিশ করুন, ত্বক পরিষ্কার হবে।

ত্বক খুব বেশি শুষ্ক হলে এই সোডা বেশি ব্যবহার করা যাবে না। সোডা ব্যবহারের পর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। এটা ব্রণ, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর করতে সাহায্য করে।

মাউথ ওয়াশ: ব্রণের ওপরে তুলার সাহায্যে মাউথওয়াশ ব্যবহার করুন। এটা ব্রণের ব্যথা কমায় এবং ক্ষত সারিয়ে ব্রণের আকার ছোট করতে সাহায্য করে।

ভ্যাপর রাব: মিন্টের বাষ্প বন্ধ নাকের সমস্যা, প্রদাহ ও ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করে। এটা ব্রণের আকার কমায় ও দাগ কমাতেও সাহায্য করে।
এসেনশিয়াল অয়েল: হঠাৎ ব্রণ ফেটে গেলে বা ক্ষত দেখা দিলে তা পরিষ্কার করতে বা রক্ত মুছতে টিস্যু পেপারে ল্যাভেন্ডার বা টি ট্রি তেলে ডুবিয়ে ব্যবহার করুন। এটা রক্ত পড়া ও ব্যথা কমাবে। ক্ষত সারাতেও সাহায্য করবে।

ভাপ নেওয়া: মুখের লোমকূপ উন্মুক্ত করার পাশাপাশি ত্বকের গভীরে থাকা ব্ল্যাক হেডস দূর করতে ভাপ খুব ভালো কাজ করে।

মুখে ভাপ দিলে ত্বকের গভীর থেকে ব্লাক হেডস উন্মুক্ত হবে এরপর স্ক্রাব ব্যবহার করে তা পরিষ্কার করে নিন।

ত্বক পরিষ্কার করার পরে টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার বাদ দেওয়া যাবে না।

সূত্র: https://bangla.bdnews24.com/lifestyle/