আত্মহত্যা করা র্যাব-৭-এর সিনিয়র এএসপি পলাশ সাহাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মনগড়া কনটেন্ট বন্ধের অনুরোধ জানিয়েছেন তার বড় ভাই লিটন সাহা।
মঙ্গলবার (১৩ মে) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের সামনে তিনি বলেন, “দয়া করে এসব বন্ধ করুন। আমাদের দুই পরিবারকে শান্তিতে থাকতে দিন।”
তিনি জানান, বাবার মৃত্যুর পর ছোট দুই ভাইকে সন্তান হিসেবে বড় করেছেন। “পলাশ ছিল আমার সন্তানের মতো। আজ সে নেই। মা তার সন্তান হারিয়েছে, পলাশের স্ত্রী তার স্বামীকে। আমি যে কী হারিয়েছি, তা বোঝানো সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “কারও বিরুদ্ধে অভিযোগ নেই। শুধু অনুরোধ— আমাদের পরিবারকে নিয়ে গুজব ছড়াবেন না।”
উল্লেখ্য, গত ৭ মে চট্টগ্রামে নিজ অফিস কক্ষে আত্মহত্যা করেন সিনিয়র এএসপি পলাশ সাহা। পরদিন পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি ৩৭তম বিসিএস-এ পুলিশ ক্যাডারে যোগদান করেছিলেন।