ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। ভারত পাকিস্তানি পণ্যের আমদানি নিষিদ্ধ করার পর এবার পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সমুদ্রবন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
শনিবার (৩ মে) মধ্যরাতে পাকিস্তানের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। দেশটির শীর্ষ দৈনিক ডন জানায়, এখন থেকে কোনো ভারতীয় পতাকাবাহী জাহাজ পাকিস্তানের বন্দরগুলোতে ঢুকতে পারবে না।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সমুদ্রসীমা, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে একই দিন ভারত সরকার জানায়, পাকিস্তান থেকে সব ধরণের আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। ভারতের তরফে বলা হয়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এর পাশাপাশি ভারত, সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ আরও কিছু কড়া পদক্ষেপ নেয়।
দু’দেশের এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলেই আশঙ্কা বিশ্লেষকদের।