ভারতের সুরাটের শচীন এলাকায় একটি গয়নার শোরুমে ডাকাতির চেষ্টাকালে গুলিতে দোকান মালিক নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শ্রী নাথজি জুয়েলার্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুরাটের এসিপি এনপি গোহিল।
পুলিশ জানায়, চারজন সশস্ত্র ব্যক্তি দোকানে ঢুকে বন্দুকের মুখে গয়না লুটের চেষ্টা চালায়। পালিয়ে যাওয়ার সময় দোকান মালিক আশীষ ভাই ডাকাতদের থামানোর চেষ্টা করলে তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। আশীষ ভাইয়ের শরীরে দুইটি গুলি লাগে এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এসময় ডাকাতরা দোকানের বাইরে জড়ো হওয়া জনতার দিকেও গুলি ছোড়ে। এতে নাজিম শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা এক ডাকাতকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। পলাতক বাকি তিনজনকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ফরেনসিক আলামত সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।