ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে শর্তসাপেক্ষে সুসম্পর্ক বজায় রাখতে চায় বিএনপি—এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৩ জুলাই) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ফখরুল বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলেছি, ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাই অন্যান্য দেশের মতোই—একটি কার্যকর সম্পর্ক। তবে শর্ত হলো ভারতকে ভালো প্রতিবেশীর মতো আচরণ করতে হবে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে, সীমান্তে হত্যা ও পানিবণ্টন সমস্যার দ্রুত সমাধান করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশকে ছোট ভাই নয়, সমান মর্যাদার স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে হবে।’
ফখরুল বলেন, বিগত সময়ে ভারতের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। পানির ন্যায্য হিস্যা, সীমান্তে নিরাপত্তা ও অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
মাইনাস টু ফর্মুলা নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এগুলো গসিপ ছাড়া কিছু নয়। বাংলাদেশের মানুষ গল্প, আড্ডা পছন্দ করে—এটাই স্বাভাবিক। তবে রাজনীতিকে এসব গুজবে প্রভাবিত হতে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। এর মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান হবে।’
বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে গুজবের বিষয়ে ফখরুল বলেন, ‘আমরা স্পষ্ট নীতি নিয়ে এগোচ্ছি—সবাই বন্ধু, কেউ শত্রু নয়। ভারতের মতো বড় প্রতিবেশীর সঙ্গে বাস্তবতা মেনে, সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চাই।’