ভারত তাদের ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর সুবিধা বাতিল করেছে। এর ফলে স্থলপথে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের সুযোগ আপাতত হারাল বাংলাদেশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC) এই সিদ্ধান্ত জানিয়ে একটি আদেশ জারি করে। এতে ২০২০ সালের ২৯ জুন জারি করা ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত সার্কুলার বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বের সার্কুলার অনুসারে যে পণ্যগুলো ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছে, সেগুলো ভারতীয় ভূখণ্ড ত্যাগ করতে পারবে।
২০২০ সালের জুন মাস থেকে এই সুবিধার আওতায় বাংলাদেশি পণ্য ট্রাকযোগে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পরিবহন করা হচ্ছিল। তবে হঠাৎ করেই এই ব্যবস্থা বন্ধের সুনির্দিষ্ট কারণ জানায়নি ভারতীয় কর ও শুল্ক বিভাগ।
এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধরনের পরিবহন সীমাবদ্ধতা তৈরি করতে পারে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যে স্থলপথের নির্ভরশীলতা যেখানে ক্রমাগত বেড়ে চলেছে।