ময়মনসিংহের ভালুকায় একটি বাসা থেকে এক নারী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে।
নিহতরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা পৌরসভার পনাশাইল রোডের হাইয়ুম মিয়ার বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। সোমবার সকাল ৯টার দিকে কাজ থেকে ফিরে বাসার দরজা বন্ধ পান রফিকুল। অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সহায়তার মাধ্যমে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি বিছানায় স্ত্রীর সাথে দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান।
ঘটনার পর থেকে ওই বাসার পাশের কক্ষে থাকা রফিকুল ইসলামের ভাই নজরুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বাড়ির মালিক হাইয়ুম মিয়া জানান, প্রায় দেড় মাস আগে রফিকুল তার বাসায় ভাড়া ওঠেন।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডের কারণ ও সন্দেহভাজনদের চিহ্নিত করতে তদন্ত চলছে।