গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকলেও লক্ষ্য থাকে অভিন্ন—এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. রীয়াজ বলেন, “জাতীয় সনদ কেবল সরকারের ইচ্ছার বিষয় নয়। গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকল পক্ষ একত্রে পথ খোঁজার চেষ্টা করছে।”
বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আশা প্রকাশ করেন, জুনের শুরুতেই ন্যূনতম কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে। তিনি বলেন, “গণতন্ত্রে জনগণের আকাঙ্ক্ষা পূরণে এই প্রক্রিয়ায় ঐকমত্য কমিশন সফল হবে বলেই আমাদের বিশ্বাস।”