দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পে ঘরবাড়ি ধসে এবং নানান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২১ নভেম্বর) এক শোক বার্তায় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি ও সহানুভূতি জানান।
শোক বার্তায় তারেক রহমান বলেন, রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৬ জনের প্রাণহানি এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। এসব ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের যথাযথ প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি আরও কমানো সম্ভব হতো। তবুও অতীতে মতো এবারও বাংলাদেশের মানুষ এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।
ভূমিকম্পে নিহতদের জন্য দোয়া করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। তিনি নিহতদের রুহের মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।











