হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে আমাদের পূর্বসূরিরা সতর্ক করে গেছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “সহিহ আকিদার সব ইসলামী দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে কোনোভাবেই ঐক্য করা যাবে না। আমাদের আকাবিরে কেরাম এ বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করে গেছেন।”
এ সময় ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন প্রসঙ্গে বাবুনগরী বলেন, এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। তিনি সবাইকে ইলমে ওহি, তাবলিগ, মসজিদ-মাদরাসার স্বার্থ রক্ষায় সজাগ থাকার আহ্বান জানান।
হেফাজতের এই শীর্ষ নেতা আরও বলেন, “যাদের কাছে আম্বিয়ায়ে কেরাম ও সাহাবায়ে কেরামের সম্মান নিরাপদ নয়, তারা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ জমিয়তের শীর্ষ নেতারা।