ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে তরমুজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) এবং তার সহকারী মো. ফয়সাল খান (২৫)।
জানা গেছে, খুলনা থেকে ঢাকাগামী ওই ট্রাকটি ঘোপঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ও হেলপার ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে মধুখালী ও মাগুরা ফায়ার সার্ভিস এবং করিমপুর হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে নামে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুজনকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই হেলপার মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুল আলম জানান, যৌথ উদ্ধার কার্যক্রম চালিয়ে হতাহতদের বের করা হয়।
করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, মরদেহ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
দুর্ঘটনার কারণে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক করা হয়।