টাঙ্গাইলের মধুপুরে অটো চুরি করার চেষ্টা করতে গিয়ে এক যুবক রাসেল (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। তার বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাতে। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩ টার দিকে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া গ্রামে।
পুলিশ জানায়, ভোর রাত সাড়ে ৩ টার দিকে মোটরসাইকেল যোগে তিনজন যুবক স্থানীয় জসিমের বাড়িতে অটো চুরি করতে যায়। বিষয়টি টের পেয়ে দুইজন পালিয়ে গেলেও রাসেল পালাতে না পারায় স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
			 
    	 
		     
                                
 
                                





 
							




