মধুপুরে দোখলা বাজার কমিটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মধুপুর সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে দোখলা বাজার কমিটি ফুটবল টুর্নামেন্ট-২০২০ উদ্বোধন হয়েছে।

টুর্ণামেন্টের উদ্বোধন করেন বন বিভাগের দোখলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ।

শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১০টায় বনের অভ্যন্তরে দোখলা পিকনিক স্পটের মাঠে তিনি এই টুর্নামেন্টর উদ্বোধন করেন।

দোখলা বাজার কমিটি প্রথমবারের মতো এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।

বৈশ্বিক সংকট মোকাবেলা, তরুণদের বিপথগামী হতে দূরে রাখা, শারীরিক ও মানসিক সুস্থ্য জাতি গঠনের লক্ষ্যে টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

উদ্বোধনী ম্যাচে ভুটিয়া একাদশ ও লাঙলভাঙ্গা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে খেলা ড্র হয়।

টুর্নামেন্টে ১৬টি একাদশ অংশ নিতে নিবন্ধন নিয়েছে। নক আউট পদ্ধতিতে দিনব্যাপী পর্যায়ক্রমে ৪০ মিনিটের খেলায় প্রথম দিনই ৮টি দল বিদায় নিয়েছে।

জয়ী হয়ে পরের ধাপে (দ্বিতীয় ধাপে) পরস্পরের মুখোমুখি হবে লাঙ্গল ভাঙ্গা, গেঁচুয়া, সাইনামারী, হরিণ ধরা, বেরীবাইদ,ইপিএস কোরিয়া, গেঁচুয়া বি এবং বানুরিয়া একাদশ।

উদ্বোধনী খেলায় গারো নেতা ও বাজার কমিটির সভাপতি উইলিয়াম দাজেল সভাপতিত্ব করেন।

সাংবাদিক এসএম শহীদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা আব্দুস সাত্তার মিয়া।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অসংখ্য দর্শক টুর্নামেন্ট যাত্রার এ খেলা উপভোগ করেন।

উল্লেখ্য, খেলায় চ্যাম্পিয়ান দলকে পুরষ্কার হিসেবে একটি ফ্রিজ ও রানার আপ দলকে এলইডি টেলিভিশন প্রদান করা হবে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে।