টাঙ্গাইলের মধুপুরে সমতল এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মধুপুরের গাছাবাড়ি মিশনারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ চলছে। এর আগে এই প্রকল্পের আওতায় হাঁস-মুরগি, গরু ও ভেড়া বিতরণ করা হয়েছে। এবার ছাগল বিতরণের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রঞ্জিত নকরেক, মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান এবং জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক পবিত্র সিমসাং প্রমুখ। পরে প্রকল্পের ১৫০ জন সুবিধাভোগীর মধ্যে ৫০ জনকে দুইটি করে ছাগল বিতরণ করা হয়।