মধুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দে গৃহনির্মাণ কাজের উদ্বোধন

মধুপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ বরাদ্দে ‘সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায়দের গৃহ নির্মাণ প্রকল্পের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা আনুষ্ঠানিকভাবে এ গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

সোমবার (১৪ ডিসেম্বর) ফুলবাগচালা ইউনিয়নের পীরগাছা গ্রামের বিধবা বড়দিনা নকরেককে দেয়া ঘরের নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে মধুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ওই প্রকল্প বাস্তবায়ন শুরু হলো।

এ সময় মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এমএ করিম; প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ওমর ফারুক; ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনু; গারো নেতা উইলিয়াম দাজেল; গৃহ পাওয়া বড়দিনা নকরেক; আত্মীয়-স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনও আরিফা জহুরা জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কেউ গৃহহীন থাকবে না।

চলতি অর্থ বছরে মধুপুরের বনাঞ্চালে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫টি দুস্থ অসহায় পরিবারকে উল্লিখিত প্রকল্পে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।

কোন ঠিকাদারী প্রতিষ্ঠান বা ব্যক্তিকে না দিয়ে প্রশাসন থেকেই এ কাজের তদারকি করা হচ্ছে। যাতে প্রায় পৌনে দুই লাখ টাকার পুরোটাই এ গৃহ নির্মাণে ব্যবহার হয়। তার প্রথমটি উদ্বোধন হলো।

বড়দিনা নকরেকের স্বামী বিজনাথ চিরান স্থানীয়ভাবে বড় মুদি দোকানী ছিলেন। হঠাৎ তার মৃত্যুতে ব্যবসায় ধস নামে। পরিবার দিশেহারা হয়ে পড়ে।

অসহায় এ পরিবারের বিধবা বড়দিনা প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের এ গৃহ পেয়েছেন।

বড়দিনা নকরেক এ গৃহ পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সম্পাদনা – অলক কুমার