টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসিফ (১৮) নামের এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজারে অবস্থিত একটি হোটেলে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসিফের বাড়ি মধুপুর উপজেলার কুড়াগাছা গ্রামে। স্থানীয়রা জানান, কাজের সময় অসাবধানতার কারণে বিদ্যুতের তারের সংস্পর্শে আসিফ বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা ও হোটেল কর্মচারীরা বলেন, আসিফ ছিলেন এই হোটেলের জুনিয়র কর্মী এবং কাজের সময় বিদ্যুতের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় প্রশাসন নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং ঘটনার যথাযথ তদন্ত শুরু করেছে।











