টাঙ্গাইলের মধুপুরে মাদক সেবনের দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম কুরবান আলী, তিনি মধুপুর পৌর এলাকার বাসিন্দা।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম।
এর আগে বিকেলে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযানে কুরবান আলীকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে এবং এ ধরনের অপরাধে কাউকেই ছাড় দেওয়া হবে না।











