পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি এটি উল্লেখ করেন ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লতিফ বিন রাশিদ আলজায়ানি-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৈঠকে তৌহিদ হোসেন বাহরাইনের গঠনমূলক নেতৃত্ব, আঞ্চলিক সমন্বয় ও রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ প্রচেষ্টার প্রশংসা করেন। এছাড়া তিনি উল্লেখ করেন যে, দু’দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা জোরদার করার জন্য বাংলাদেশ প্রস্তুত।
তিনি আরও জানান, বাংলাদেশ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের জন্য ঢাকায় দ্বিতীয় ধাপের রাজনৈতিক পরামর্শ বৈঠক আয়োজনের আগ্রহ প্রকাশ করছে। একই সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশন ও অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, নীতি নির্ধারক ও আন্তর্জাতিক নেতা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।











