ময়মনসিংহে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের পাশে পার্কিং করা একটি কাভার্ড ভ্যানে আগুন লেগে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান জানান, গাড়ির চালক প্রতিদিনের মতো গাড়িটি পার্কিং করে রেখে যান। রাত সাড়ে ১২টার দিকে গাড়ির সিটে আগুন ধরে যায়। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, গাড়ির ইঞ্জিন বন্ধ থাকা অবস্থাতেই আগুন লেগেছে। এটি দুর্ঘটনাজনিত হতে পারে, যেমন সিগারেটের আগুন বা যান্ত্রিক গোলযোগ।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে তদন্তে মনে হচ্ছে, এটি নাশকতার অংশ হিসেবে দুর্বৃত্তরা আগুন লাগায়নি। যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।











