সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে মসজিদের সামনে চিত্রনায়িকা মুনমুনের নাচের একটি ভিডিও ভাইরাল হয়।
এর পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়ে তওবাও পড়েছেন আয়োজকরা।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার পলাশতলী বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
এ দিকে ওই মসজিদটি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী।
বৃহস্পতিবার ওই মসজিদ পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন।
এ সময় ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. খালেক মাষ্টার, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক শুকুর মেলিটারী, পলাশতলী কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, ডা. দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আবদুস সামাদ, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কাজী আশরাফ সিদ্দিকী বলেন, মসজিদ একটি পবিত্র স্থান।
আয়োজকরা এ কাজ করে ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন।
ভবিষতে আর কেউ যেনো এ ধরণের ভুল না করে সে জন্য আমি এলাকাবাসীকে সাথে নিয়ে ওই মসজিদটি নির্মাণ করে দেব।
প্রসঙ্গত: গত শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা মাইক্রোবাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে চিত্রনায়িকা মুনমুনকে পলাশতলীতে নৌকা ভ্রমনে নিয়ে আসে।
ভ্রমণ শেষে বাজার মসজিদের সামনে সাউন্ড সিস্টেম বাজিয়ে মুনমুনকে নিয়ে নাচের আসর বসানো হয়। পরে সেই নাচের ভিডিও ফেসবুকে মূহুর্তেই ভাইরাল হয়।