কুমিল্লার আদর্শ সদর উপজেলার বসন্তপুর গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে এক মাদক ব্যবসায়ী। বিল্লাল হোসেন নামে অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকে পলাতক থাকায় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রাহেলা বেগম (৬৫) এবং তার ছেলে কামাল হোসেন (৩৫)।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, সকালে বিল্লাল হোসেন মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করলে ছোট ছেলে কামাল হোসেন তাকে বাধা দেন। এরই মধ্যে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে বিল্লাল হোসেন ছুরি দিয়ে কামাল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। মা রাহেলা বেগম বাধা দিতে গেলে তাকেও একইভাবে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে রাহেলা বেগমও মারা যান। পুলিশ জানিয়েছে, বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। ঘটনার তদন্তে তার স্ত্রীকে আটক করা হয়েছে, এবং বিল্লালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।











