বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের সংকট মোকাবেলায় মানবিক করিডোরের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। কারণ, এই সিদ্ধান্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি-শৃঙ্খলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন,
“মিয়ানমারে যুদ্ধ চলছে। রোহিঙ্গা সংকটের সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার। ফলে আমরা এখনো চরম সমস্যায় আছি। আমরা আরেকটি গাজার মতো পরিস্থিতি চাই না। দেশের স্বার্থে, জনগণের নিরাপত্তার স্বার্থে, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা।”
ফখরুল আরও বলেন, দেশের উন্নয়ন সাধারণ মানুষ করে, অথচ কিছু গোষ্ঠী দেশের সম্পদ লুটপাটে ব্যস্ত। এ সময় তিনি প্রফেসর ড. ইউনূসের প্রসঙ্গ টেনে বলেন,
“তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন, তারপরও তাঁকে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাতে হয়েছে। স্বাধীনতার ৫৩ বছরেও দেশে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক।”
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন,
“গত ১৫ বছরে আওয়ামী লীগ বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। বিএনপি সেই সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চায়।”