টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি অনুমোদিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাগর আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলাম দিপু। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নোটিশে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতের এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে শিক্ষার্থীরা দায়িত্ব নিয়েছেন। সভাপতি সাগর আহমেদ জানিয়েছেন, কমিটি শিক্ষার্থীদের জন্য আরও সংগঠিত ও উন্নত পরিবেশ সৃষ্টি করতে কাজ করবে। সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, কমিটির প্রতিটি পদক্ষেপ শিক্ষার্থীদের কল্যাণে এবং কার্যক্রম স্বচ্ছ ও ফলপ্রসূ করার দিকে মনোনিবেশ করবে।
উল্লেখ্য, ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দরবার হলে ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভোটের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।