টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর আয়োজনで বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একাডেমিক লেকচার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সেমিনার হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল এবং ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর ড. হাসিনা খান।
‘হেভি মেটাল, হেভি কনসিকুন্সেস; আন্ডারস্ট্যান্ডিং দ্যা ইনভায়রনমেন্টাল এন্ড হেলথ রিস্ক ইন বাংলাদেশ’ শীর্ষক একাডেমিক লেকচার দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
মডারেটর হিসেবে ছিলেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি প্রফেসর ড. ইয়ারুল কবির। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রফেসর ড. মোঃ ফজলুল করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম মহিউদ্দিন।
একাডেমিক লেকচারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।











