মালদ্বীপের রাজধানী মালের কাছাকাছি লামু-গান আইল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শুক্রবার (২৩ মে) একটি ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্প পরিচালনা করা হয়েছে। এতে ওই দ্বীপে কর্মরত প্রায় ৬০ জন প্রবাসী বাংলাদেশিকে ই-পাসপোর্ট এবং এমআরপির জন্য এনরোলমেন্টের সুযোগ দেওয়া হয়। একইসঙ্গে তাদের তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ডও সরবরাহ করা হয়।
দূরত্ব ও কর্মব্যস্ততার কারণে মালে অফিসে যেতে না পারা প্রবাসীদের কথা বিবেচনায় নিয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করেছে হাইকমিশন।
বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ জানান, রাজধানী মালে না এসেই প্রবাসীরা যাতে দূতাবাসের সেবা পেতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন দ্বীপে এ ধরনের ক্যাম্প অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মালদ্বীপে বর্তমানে লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। পাসপোর্ট নবায়ন ও অন্যান্য প্রশাসনিক জটিলতার কারণে অনেকেই বৈধতা হারিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ নানা সমস্যায় ভুগছেন। এসব সমস্যা নিরসনে হাইকমিশনের এ উদ্যোগ প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।