বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিয়েছে মালয়েশিয়া। দেশটি আগামী বছরগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে প্রাথমিকভাবে প্রায় ২০ হাজার শ্রমিককে বিনা খরচে নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেও।
বৈঠকে শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে নীতিগত সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ। বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার আলম জানান, “মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী ২১ মে ঢাকায় যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে।”
এছাড়া, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে অংশ নিতে মঙ্গলবার মালয়েশিয়া পৌঁছান উপদেষ্টা ড. আসিফ নজরুল, সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং উপসচিব মো. সারওয়ার আলম।
এর আগে গত বছর ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঢাকা সফরকালে দুই দেশের শ্রমবাজার ইস্যুতে উচ্চপর্যায়ের আলোচনা হয়। নতুন সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মসংস্থানের দ্বার খুলছে বাংলাদেশের জন্য।