আগামী এক বছরে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান। আসিফ নজরুল বলেন, সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। চুক্তি পরিবর্তন না হলে সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই কর্মী পাঠাতে হবে, না হলে কর্মী যাওয়া বন্ধ থাকবে। এতে এক থেকে দুই লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জাপানের শ্রম বাজার নিয়ে তিনি বলেন, চাহিদা থাকলেও অদক্ষতার কারণে সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এজন্য কর্মীদের দক্ষ করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (PPP) কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি জাপানি উদ্যোক্তাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (TTC) দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।