অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবীন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “মাহফুজ আর আসিফের উচিত এখনই সরকারের অংশ হওয়া থেকে সরে এসে রাজপথে জনগণের পাশে দাঁড়ানো। তারা যে সরকারের অংশ, সেই সরকার এখন আর অভ্যুত্থানপন্থী নয়। তাদের ওই জায়গায় আর মানায় না।”
তাসনুভা আরও লেখেন, “জুলাইয়ের শহীদদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। শহীদ ও আহতদের চোখের সামনে যেসব অপরাধী দাপটের সঙ্গে পালাচ্ছে, তা মেনে নেওয়া কষ্টকর। মনে হচ্ছে, আমাদের আবারও রাজপথে এক হতে হবে। কারণ, জুলাই শেষ হয়নি—জুলাই এখনও চলছে।”