তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে নতুন জীবন শুরু করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, কারণ একসঙ্গে কোথাও প্রকাশ্যে দেখা যায়নি।
তবে সেই গুঞ্জনে এবার জল ঢেলে দিলেন সৃজিত মুখার্জি। গত রোববার রাতে মিথিলা তাঁর পড়াশোনার ক্যারিয়ারে বড় একটি সাফল্যের খবর জানিয়েছেন। তিনি পিএইচডি সম্পন্ন করেছেন এবং ‘ডক্টোরেট’ উপাধি অর্জন করেছেন।
অভিনেত্রী মিথিলার এই অর্জনের প্রশংসা করেছেন সৃজিত মুখার্জি। সোমবার বিকেলে তিনি মিথিলার পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!”
এর আগে, সৃজিত মুখার্জি মিথিলা ও তাহসানের কন্যা আইরার একটি বিজ্ঞাপনও শেয়ার করেছিলেন এবং ভারতের গণমাধ্যমে আইরার অভিনয়ের প্রশংসা করেছিলেন।
মিথিলার এই সাফল্য ও সৃজিতের প্রশংসার কারণে ভক্তদের মধ্যে সৃষ্ট দূরত্বের গুঞ্জন অনেকটাই কমে গেছে।