মিয়ানমারের সাগাইং অঞ্চলের দেপায়িন টাউনশিপে একটি স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী। ইউরো নিউজের সোমবার (১২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিমান থেকে স্কুলটিতে ৫০০ পাউন্ড ওজনের একটি বোমা ফেলা হয়। স্কুলটিতে প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থী পাঠরত ছিল।
স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী ‘হোয়াইট ডেপায়িন পিপলস ডিফেন্স ফোর্স’-এর এক সদস্য জানান, হামলাটি ছিল সরাসরি শিক্ষার্থীদের লক্ষ্য করে। এতে ১৭ জন নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় এক শিক্ষা সহায়তা সংস্থা আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয়রা।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার সেনাবাহিনী সাগাইংসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা জোরদার করেছে। অঞ্চলটি গণতন্ত্রপন্থী প্রতিরোধ গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে বারবার বেসামরিক জনগণের ওপর হামলার অভিযোগ উঠেছে।