ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় আসাম রাইফেলসের অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর পূর্ব কমান্ড। সেনাবাহিনীর দাবি, নিহতরা ‘সশস্ত্র উগ্রপন্থি’ এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স ও বিবিসির।
বুধবার (১৪ মে) ভারত-মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পূর্ব কমান্ড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি দল অভিযান শুরু করলে সন্দেহভাজনরা গুলি চালায়। জবাবে পাল্টা গুলিতে ১০ জন নিহত হন।
সেনাবাহিনী জানায়, ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং অভিযান এখনও চলছে। নিহতদের পরিচয় বা তাদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত দুই বছর ধরে মণিপুর রাজ্যে জাতিগত সহিংসতা চলছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত ২৬০ জন নিহত হন। এরপর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং নিরাপত্তা রক্ষায় সেনা মোতায়েন রাখা হয়েছে। সেনাবাহিনীর অভিযোগ, এই পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীরা মণিপুরে প্রবেশের চেষ্টা করছে।