ঢাকা-যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কিতে গরু বোঝাই একটি মিনি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা চারটি গাভি, চারটি বাছুরসহ পুরো মিনি ট্রাক নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় মিনি ট্রাকটি। ট্রাকে চারটি গাভি ও চারটি বাছুর নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ী রুবেল মিয়া। ট্রাকটি মির্জাপুর উপজেলার জামুর্কি এলাকায় পৌঁছালে একদল ডাকাত গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে চালক ও ব্যবসায়ীকে জিম্মি করে পুরো ট্রাক ও গরু লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় মিনি ট্রাকের মালিক মো. মুখছেদ আলী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”