টাঙ্গাইলের মির্জাপুরে রহিমা বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার পুষ্টকামুরী সওদাগরপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রহিমা বেগম ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে এবং তার চার বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার পর থেকেই রহিমার স্বামী রমজান সর্দার পলাতক রয়েছেন বলে জানিয়েছে পরিবার।
নিহতার বড় ভাই শাহাজাদা সাংবাদিকদের বলেন, বিয়ের পর থেকেই রহিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তার স্বামী রমজান। মঙ্গলবার রাতে দু’জন একই ঘরে ঘুমান। রাত তিনটার দিকে রহিমার বাবা ঘরের ধর্ণায় ঝুলন্ত অবস্থায় মেয়ের মরদেহ দেখতে পান। তখন ঘরের দরজা খোলা ছিল এবং স্বামী রমজান সর্দারকে পাওয়া যায়নি।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহাজাদা অভিযোগ করে বলেন, “আমার বোনকে পূর্ব পরিকল্পনামাফিক হত্যা করে পালিয়েছে তার স্বামী রমজান সর্দার। আমরা এর ন্যায্য বিচার চাই।”
এ বিষয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার বলেন, “এই ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা— তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”