টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরকিয়ার সন্দেহে স্ত্রী রোজিনা বেগম (৩৫)কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল লতিফের বিরুদ্ধে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর গ্রামের নামাপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রোজিনা বেগম ওই গ্রামের মুচিরচালার হাসমত আলীর মেয়ে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, আব্দুল লতিফ ও রোজিনার মধ্যে প্রায় এক বছর ধরে পরকিয়া সন্দেহ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি এক ঝগড়ার পর রোজিনা বাপের বাড়ি চলে যান। পরে রোববার (১৭ আগস্ট) স্বামী লতিফ শ্বশুরবাড়ি থেকে তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসেন।
সোমবার সকালে সন্তানদের স্কুলে পাঠানোর পর দুপুরে বসতঘরে ঘুমিয়ে থাকা স্ত্রী রোজিনার গলায় কুড়াল দিয়ে কোপ দেন লতিফ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লতিফ পালিয়ে যায়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।